দুর্নীতিবাজ মেয়রের পথেই হাঁটছেন প্রকৌশলী হাবিবুল্লাহ; মোংলায় মানববন্ধন

মোংলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও উন্নয়নকাজে অনিয়মের অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পৌর মার্কেট চত্বরে "মোংলার সর্বস্তরের জনগণ" ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, মোংলা নদী পারাপারের জন্য জরুরি ঘাট ও পল্টুন নির্মাণ না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। পাশাপাশি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজও বাধাগ্রস্ত। তারা জানান, রাস্তা সংস্কারের নামে চলছে লুটপাট। সাবেক দুর্নীতিবাজ মেয়র আব্দুর রহমান পলাতক থাকলেও, তার সহযোগী হিসেবে পরিচিত নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ এখনও বহাল তবিয়তে পৌরসভায় অনিয়ম চালিয়ে যাচ্ছেন।
মানববন্ধনে আরও অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রক্রিয়ার পরিবর্তে পৌর উন্নয়ন প্রকল্পের কাজ সরাসরি পৌর কর্মচারীদের মাধ্যমে করানোর ফলে মান ও স্বচ্ছতা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা অবিলম্বে প্রকৌশলী হাবিবুল্লাহকে দায়িত্ব থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।
অভিযোগের প্রতিক্রিয়ায় নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ বলেন, "মানববন্ধন করা তাদের অধিকার। আমি পরিষদের বাইরে কোনো কাজ করি না। তারা যেভাবে তালিকা তৈরি করে, সেই অনুযায়ী কাজ করব।"
মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম নুর জনি, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামসহ অনেকে।
Comments