স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ৫ম দিনের মতো বরিশাল ব্লকেড চলমান

বরিশাল শের- ই - বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে ৫ম দিনের মতো বরিশাল ব্লকেড কর্মসূচি করেছে ছাত্র-জনতা। এতে আজও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার (১১ আগস্ট) বেলা ১২ টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা বলেন, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য তারা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছেন। কিস্তু এখন পর্যন্ত কতৃপক্ষ তাদের সাথে কোন প্রকার আলোচনা করেনি।
রোববার তারা সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে তদন্ত করে ব্যাবস্থা নেওয়ার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। যতদিন পর্যন্ত স্বাস্থ্যখাত সংস্কার না হবে তত দিন পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।
Comments