বরিশালের উজিরপুরে মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতার মৃত্যু

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় মাইক্রোবাস চাপায় আবু তালেব (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার মোড়াকাঠী গ্রাম থেকে নিজের মোটরসাইকেল নিয়ে জুমার নামাজ পড়ার উদ্দেশ্য রওয়ানা হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বন্দরের রাস্তা পাড়াপাড়ের সময় ঘাতক মাইক্রোবাস মোটরসাইকেল টিকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলের আরোহী আবু তালেবকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তার মৃত্যু হয়। এদিকে ঘাতক মাইক্রোবাসটিকে আটক করেছে স্থানীয় জনতা।
সড়ক দুর্ঘটনায় নিহত আবু তালেব বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার কর্ম পরিষদের সদস্য।
গৌরনদী হাই হাইওয়ে পুলিশের ওসি মো. আমিনুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আবু তালেব নামের এক ব্যক্তি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় মৃত্যুবরণ করেছে। তবে ঘটনাস্থল থেকে ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানবুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Comments