বাবা হলেন শ্যামল মাওলা

প্রথমবারের মতো বাবা হলেন ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেতা শ্যামল মাওলা। রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী মাহা শিকদার। বর্তমানে নবজাতক ও মা দু'জনই সুস্থ আছেন।
এ খবর সংবাদমাধ্যমকে অভিনেতা শ্যামল মাওলা নিজেই নিশ্চিত করেছেন। নতুন অতিথিকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে নবজাতকের একটি ছবি পোস্ট করেছেন তিনি।
শ্যামল মাওলার পোস্টে দেখা গেছে, একরত্তি মেয়েকে কোলে জড়িয়ে রেখেছেন তিনি। তবে এখনই নবজাতকের মুখ অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করতে একদমই নারাজ তিনি। এ জন্য নবজাতকের মুখ একটি ভালোবাসার ইমোজি দিয়ে আড়াল করে রেখেছেন অভিনেতা।
এ তারকা ছবির ক্যাপশনে লিখেছেন, 'এই গ্রহে একজন নতুন তারকার আগমন ঘটেছে।' আর সঙ্গে নবজাতকের নামও ইঙ্গিত করেছেন। পোস্টে উল্লেখ করেছেন 'সানাভ মাওলা'। নেটিজেনরা ধারণা করছেন এটিই হয়তো তাদের প্রথম সন্তানের নাম।
প্রসঙ্গত, ২০০৬ সালে টিভি নাটকে ডেবিউ হয় শ্যামল মাওলার। পরে সিনেমায় অভিনয় করেন। 'গেরিলা' সিনেমায় তার দুর্দান্ত অভিনয় গেঁথে আছে দর্শকহৃদয়ে। পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। ব্যক্তিজীবনে ২০২০ সালের ১০ অক্টোবর ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মাহা শিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা শ্যামল মাওলা।
Comments