নিম্ন মানের খাবার বিক্রির দায়ে ৫ রেস্টুরেন্টকে অর্থদন্ড

রঙ মিশানো খাবার বিক্রি, হোটেলে চার্ট না থাকা ও বাসী খাবার ফ্রিজে সংরক্ষণের দায়ে বরিশাল নগরীর ৫ রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দিনভর বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র অর্থদন্ড দেন।
এসময় হাজী শাহী কাচ্চি বিরিয়ানি এবং আল্লাহর দান হোটেল এন্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। জমজম হোটেল এবং সুপার বিরিয়ানী এন্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়। এছাড়াও আয়েশা হোটেল এন্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে দুই হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।
Comments