আগুন আর ছাইয়ের গল্পে ডিসেম্বরে আসছে নতুন অ্যাভাটার

আজ মঙ্গলবার টাইটানিক পরিচালক জেমস ক্যামেরনের করা একটি পোষ্টকে ঘিরে আগ্রহ জন্মেছে সবার। জনপ্রিয় নির্মাতা জেমস ক্যামেরনের 'অ্যাভাটার' ফ্র্যাঞ্চাইজির নতুন ও তৃতীয় কিস্তি 'অ্যাভাটার-৩' এর মুক্তির তারিখ ঘোষনা করা হয়েছে। সাথে জুড়ে দেয়া আছে প্রথম ঝলক মুক্তির দিনক্ষনও। আর সে পোষ্টেই খুশি অ্যাভাটার ভক্তরা।
'অ্যাভাটার' এর নতুন পর্বের নাম রাখা হয়েছে 'ফায়ার অ্যান্ড অ্যাশ'। সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে ১৯ ডিসেম্বর।
২৪ জুলাই বৃহস্পতিবার বিশ্বব্যাপি মুক্তি পেতে যাচ্ছে ফ্যান্টাস্টিক ফোর এর নতুন কিস্তি First Step। আর এ সিনেমার সাথেই দেখা যাবে 'অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ'-এর প্রথম ট্রেইলার।
সিনেমার নতুন কনসেপ্ট আর্টে ডিলান কোল এবং স্টিভ মেসিংয়ের চিত্রে উন্মোচিত হয়েছে ছবির একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য। উপকূলীয় উপজাতিদের সঙ্গে তুলকুন উপজাতিদের একত্রিত করা এবং আকাশে উড়ন্ত এলিয়েনের হট এয়ার বেলুন উড়ার চিত্র।
এ ছাড়া আরও একটি নতুন উপকূলীয় উপজাতি 'অ্যাশ পিপল' এবং তাদের রহস্যময় একটি গ্রাম তুলে ধরা হয়েছে ছবিতে।
এ সিনেমার মাধ্যমে নির্মাতা জেমস ক্যামেরুন প্যান্ডোরা বিশ্বের দুটি নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। ধারণা করা হচ্ছে, প্রথম ঝলকেই নির্মাতা দর্শকদের পরিচয় করিয়ে দেবেন ফ্রাঞ্চাইজির চমকেভরা মহাবিশ্বের সঙ্গে।
২০২২ সালে 'অ্যাভাটার'-এর ২য় কিস্তি দ্য ওয়ে অব ওয়াটার মুক্তি পায়। তৃতীয় পর্ব মুক্তি পাবে এ বছরের ডিসেম্বরে। সিনেমার ৪র্থ ও ৫ম কিস্তি মুক্তি পাবে যথাক্রমে ২০২৯ এবং ২০৩১ সালে।
তবে কী চমক থাকছে এবারের নতুন 'অ্যাভাটারে'? জানতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত।
Comments