সমাজের বিবেককে প্রশ্ন ছুঁড়ে দিলেন পারশা মাহজাবীন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ দুর্ঘটনায় আহতদের সহায়তায় অনেকেই এগিয়ে এলেও, কিছু মানুষ সুযোগের অপব্যবহার করেছেন বলেই অভিযোগ উঠছে। বিশেষ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, রিকশাচালক ও সিএনজি চালকেরা আহতদের পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন।
এই বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। সোমবার (২১ জুলাই) মধ্যরাতে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি বলেন, "অবশ্যই আজকের ঘটনার দায় রাষ্ট্রের। তবে নিজেদের প্রতিও কি এবার প্রশ্ন তোলা জরুরি নয়?"
তিনি আরও লেখেন, "রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চেয়ে বসলো ১০০ টাকা! সিএনজি ২ মিনিটে চাইতে লাগলো এক হাজার! রক্তাক্ত শিশুদের দেখেও কিছু প্রাইভেট কার নির্লিপ্তভাবে পাশ কাটিয়ে গেলো। তাহলে এই দুর্যোগ কি শুধুই রাষ্ট্রীয় অব্যবস্থার প্রতিফলন? আমি বরং বলবো—এটা আমাদের সমাজের বিবেকহীনতার জঘন্য উদাহরণ।"
পারশা তার স্ট্যাটাসে অতীতের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্রও তুলে ধরেন। তিনি লেখেন, "সুনামগঞ্জ ও সিলেটের বন্যার সময় মাঝিরা কখনও ১,০০০, কখনও ৫০,০০০ টাকাও দাবি করেছে। ফলের মেলায় হোক বা ৫ আগস্ট গণভবনের খোলা দরবারে—সব জায়গায় আমরা লুটের মনোভাবের প্রকাশ দেখেছি। শাড়ি-বোরকা-প্যান্ট-লুঙ্গি পরা কেউই বাদ যাননি সুযোগ নিতে।"
তিনি আরও বলেন, "এই যে সুযোগ পেলেই অন্যকে ঠকানোর প্রবণতা—এটাই দুর্নীতির বীজ। কেউ লুটে নেয় লাখ টাকা, কেউ পাঁচশো—কিন্তু মানসিকতা এক!" পারশা মাহজাবীনের স্ট্যাটাসটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সাথে একমত হয়ে সমাজে সচেতনতা তৈরির আহ্বান জানাচ্ছেন।
এমন দুর্যোগে সহযোগিতা নয়, সুযোগ খোঁজার এই মানসিকতা আমাদের বড় অসুস্থতা এমনটাই মনে করছেন সমাজ বিশ্লেষকেরাও। তাই শুধু রাষ্ট্র নয়, সমাজ ও ব্যক্তি পর্যায়েও আত্মসমালোচনার প্রয়োজনীয়তা আজ প্রকট হয়ে উঠেছে।
Comments