উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি।
সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি জানান, ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে।
সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা নীচে:
১. কুয়েত মৈত্রী হাসপাতাল:
- আহত:-০৮
- নিহত:-০০
২. বার্ন ইনস্টিটিউট:
- আহত:- ৭০
- নিহত:-০২
৩. সিএমএইচ-ঢাকা
- আহত:- ১৪
- নিহত:- ১১
৪. কুর্মিটোলা জেনারেল হসপিটাল:
- আহত:- নাই
- নিহত:-০২
৫. লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা:
- আহত:-১১
- নিহত:-০২
৬. উত্তরা আধুনিক হসপিটাল:
- আহত:-৬০
- নিহত:-০১
৭. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল
- আহত: ০১
- নিহত: নাই
সর্বমোট:
- আহত:-১৬৪
- নিহত:-১৮
স্পট ডেড:১
Comments