মোংলায় পুকুরে মিলল নবজাতকের লাশ

মা-বাবার আশীর্বাদে নয়, যেন অভিশাপ নিয়েই এলো সে পৃথিবীতে। কাঁদার আগেই থেমে গেল জীবনের স্পন্দন। দুনিয়ায় কারও চোখে দেখা হলো না তাকে। কারণ, তার জন্মই ছিল যেন এক ভয়ংকর অপরাধ।
মোংলায় একটি পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের ছত্তার লেন এলাকার বাসিন্দা মো. মারুফ বিল্লার পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে মোংলা থানার উপপরিদর্শক (এসআই) সোলাইমান ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না। জন্মের পরপরই কেউ তাকে পানিতে ফেলে দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, 'নবজাতকের লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, এটি অবৈধ গর্ভধারণের ফল। জন্ম দেওয়ার পরই শিশুটিকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে।'
তিনি জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর ছত্তার লেন এলাকায় দেখা দেয় চাঞ্চল্য। নবজাতকের মৃত্যু যেন এক নীরব ধাক্কা দিয়েছে মানুষকে।
স্থানীয় বাসিন্দা নাসিমা আক্তার বলেন, 'শিশুটা তো কোনো দোষ করেনি। তাকে কে এমন নিষ্ঠুরভাবে ফেলে দিতে পারে? এমনটা তো পশুরাও করে না।'
শুধু একটিবার কেঁদে জানান দেওয়ার সুযোগটুকুও পায়নি সে। জন্মের সঙ্গে সঙ্গেই তার জীবনের পরিসমাপ্তি—
আর আমাদের সমাজের মুখে লেগে রইল এক গভীর প্রশ্ন,
"এ কোন সমাজে আমরা বাস করি, যেখানে কারো জন্মই আজন্ম পাপ হয়ে দাঁড়ায়?"
Comments