মুজিববাদী সংবিধানের কবর দিয়ে নতুন সংবিধান দিতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করে নতুন বাংলাদেশের রাষ্ট্রপরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে।
রোববার (২০ জুলাই) রাঙামাটিতে পদযাত্রা, গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৭২ এর সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অর্ন্তভুক্ত করা হয়নি। বাঙ্গালী জাতীয়তাবাদের নামে এখানে অবাঙ্গালীদের সঙ্গে বিভেদ তৈরী করে রাখা হয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরী করে রাখা হয়েছে। আমরা সকল বিভেদের উদ্ধে রেখে সকল জনগোষ্ঠীর মর্যদা দিয়ে নতুন সংবিধান তৈরী করতে চাই। আমরা চাই মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গনতান্ত্রিক সংবিধান তৈরীর জন্য সকলে মিলে নতুন একটি চুক্তিতে উপনীত হবো যাতে পাহাড় ও সমতলের অধিকার নিশ্চিত হবে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশের রাঙামাটিতে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিন সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটিতে পৌঁছে দুপুরে পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতারা।
পদযাত্রায় ১০ উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মী, ছাত্র-জনতা অংশ নেন। চট্টগ্রাম থেকে রাঙামাটি আসার পর শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয় পদযাত্রা।
প্রধান সড়ক হযে তা বনরূপায় গিয়ে শেষ হয় এবং বনরূপা সি এন জি চত্রে সমাবেশ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এনসিপির রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন চাকমার সভাপতিত্বে এখানে পদযাত্রা শেষ করে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের পদযাত্রায় অংশ নেন এবং পথ সভায় বক্তব্য দেন।
Comments