নিজের নামের আগে এবার ‘মেগাস্টার’ লিখলেন দেব; সাথে ইধিকা

অন্যায়ের মাঝে এঁকেছিল যে ন্যায়ের মানচিত্র... সে রঘু ডাকাত।
এমনি ঐতিহাসিক গল্পে আবারো পর্দা কাঁপাতে আসছেন দেব। আজ রোববার সকাল সাড়ে এগারোটায় প্রকাশ পেলো এ সিনেমার প্রথম এক ঝলক। যেখানে রঘু ডাকাত রুপে ধরা দিলেন দেব। আর টাইটেল কার্ডে ভেসে এলো দেবের নাম; যাতে লেখা মেগাস্টার দেব। ক্যারিয়ারে এই প্রথম নিজের নামের সাথে মেগাস্টার শব্দটি ব্যবহার করতে দেখা গেল দেবকে।

'রধু ডাকাত' ছবিতে আবারো দেবে বিপরীতে অভিনয় করেতে দেখা যাবে ইধিকা পালকে। 'খাদান' সাফল্যের পর আবারো নতুন চলচ্চিত্রে ফিরছে এ জুটি। ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জী। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্ণিবান, সোহিনী সরকার, রুপা গাংগুলিসহ অনেকে।

চার বছর আগে এ সিনেমার ঘোষণা এলেও নানা কারণে এত দিন শুটিং শুরু হয়নি। পশ্চিমবঙ্গে ছাড়াও মহারাষ্ট্রে 'রঘু ডাকাত'–এর শুটিং হয়েছে।
এর আগে বাংলাদেশের 'প্রিয়তমা' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর। শাকিব খানের সঙ্গে তার পর্দার জুটি সুপারহিট। এর পর থেকেই পশ্চিমবঙ্গের প্রযোজকেরাও তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন।
দেব ও ইধিকা জুটির এ সিনেমার কাজ শুরু হয়েছিলো বছর তিনেক আগেই। নানা কারণে শুটিং পেছালেও আসছে দুর্গাপূজায় আলোর মুখ দেখবে 'রধু ডাকাত'। সিনেমার গল্প লিখেছেন পরিচালক নিজেই আর এর ব্যানার এসভিএফ কোলকাতা।
Comments