ঝিনাইদহে কামড় খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে হাজির গৃহবধূ

ছোবল দেওয়া সাপকে নিয়ে হাসপাতালে হাজির এক গৃহবধু। জ্যন্ত সাপ দেখে শিউরে উঠলেন চিকিৎসক ও নার্সরা। তাদের মতে,সাপ চিনতে পারলে চিকিৎসা করতে সুবিধা হবে ডাক্তারদের। এমন ধারণা নিয়ে হাতে ছোবল দেওয়া সাপকে পালাতে দেননি বাড়ির সদস্যরা। বয়ামে সাপটিকে ভরে নিয়েই সটান পৌঁছে যান হাসপাতালে।
সাপ নিয়ে হাসপাতালে ঢুকতেই আতঙ্ক ছড়ায় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে। এ খবর মুহুর্তেই মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে হাসপাতালটিতে ভিড় করে উৎসুক জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামে। বর্তমানে সেই গৃহবধু হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
জানা যায়, রাতে নিজ শয়নকক্ষে শুয়ে ছিলেন গৃহবধু সালমা খাতুন। সেসময় একটি সাপ তার হাতে দংশন করে। পরে আতঙ্কে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। এরপর ঘরের মধ্যে থাকা সাপটিকে ধরে প্লাস্টিকের বয়ামে ভরে রোগীর সাথে সাপটিকেও হাসপাতালে আনা হয়। এরপর চিকিৎসকরা তার শরীরে এ্যান্টিভেনম প্রয়োগ করেন। বর্তমানে সালমা খাতুন সুস্থ আছেন।
Comments