ভারত–বাংলাদেশের উদ্বেগ সত্ত্বেও ব্রহ্মপুত্রের উজানে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন

আঞ্চলিক প্রতিবেশী ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করে ব্রহ্মপুত্র নদীর উজানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করেছে চীন। শনিবার (১৯ জুলাই) তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই অভিন্ন নদে বাঁধ নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। খবর এএফপি'র।
চীনের রাষ্ট্রীয় পরিকল্পনায় বলা হয়েছে, নদীর ওপর নির্মাণাধীন এই প্রকল্প 'জিরো কার্বন লক্ষ্যমাত্রা অর্জন' এবং 'তিব্বতের অর্থনৈতিক উন্নয়ন কৌশল'-এর অংশ।
প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি মধ্য চীনের ইয়াংসিকিয়াং নদীতে নির্মিত বিখ্যাত থ্রি গর্জেস ড্যামকেও ছাড়িয়ে যেতে পারে। এতে মোট পাঁচটি হাইড্রোপাওয়ার স্টেশন নির্মাণের কথা রয়েছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)।
প্রকল্পের বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ চীনের অন্যান্য অঞ্চলে পাঠানো হবে, পাশাপাশি তিব্বতের স্থানীয় চাহিদাও এতে পূরণ হবে।
তবে পরিবেশবিদ ও অঞ্চল বিশ্লেষকরা সতর্ক করেছেন, এমন প্রকল্প পরিবেশগতভাবে সংবেদনশীল তিব্বত অঞ্চলে অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে।
চীনের এই প্রকল্পের উদ্বোধনের পর ভারত উদ্বেগ প্রকাশ করে বলেছে, নদীর ভাটিতে তাদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, "চীনকে আহ্বান জানানো হয়েছে যেন নদীর ভাটির দেশগুলোর স্বার্থ ও নিরাপত্তা বিবেচনায় নেয়।"
বাংলাদেশ থেকেও এ বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে সরকারের কোনো মন্তব্য এখনও আসেনি।
উল্লেখ্য, ভারত ও চীন—এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্র দীর্ঘদিন ধরে বিতর্কিত সীমান্তে সেনা মোতায়েনসহ কূটনৈতিক উত্তেজনার মধ্যে রয়েছে। আর ব্রহ্মপুত্রের মতো অভিন্ন নদীর জলপ্রবাহ ব্যবস্থাপনায় একতরফা পদক্ষেপ এই উত্তেজনা আরও বাড়াতে পারে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
Comments