বরিশালে যুবদলের বিক্ষোভ

সরকারের উদাসীনতাকে দায়ী করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে—এমন অভিযোগ তুলে সারাদেশের মতো বরিশালেও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জেলা ও মহানগর যুবদল।
বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।
নেতারা বলেন, দেশে পরিকল্পনামাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে অরাজক পরিস্থিতি বিদ্যমান রাখার চেষ্টা চলছে। এই অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ সময় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ গ্রহনের দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
Comments