প্রতারণার শিকার হয়েছেন অর্চনা

সম্প্রতি ভয়াবহ এক অনলাইন প্রতারণার শিকার হয়েছেন ভারতীয় অভিনেত্রী অর্চনা পুরান সিং। পরিবারের সদস্যসহ ঘুরতে গিয়েছিলেন দুবাই। এ জন্য আগে থেকেই স্কাইডাইভিংয়ের টিকিট বুক করেছিলেন বলে দাবি তার। কিন্তু সেই টিকিট বুকই ছিল প্রতারণা। মোটা অঙ্কের টাকা প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী অর্চনা ছাড়াও তার স্বামী অভিনেতা পারমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানও স্তম্ভিত হয়েছেন। একইসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অর্চনা।
এ ব্যাপারে তিনি বলেন, আমরা তিনটি স্লট বুক করেছিলাম। স্কাইডাইভিংয়ের জন্য পৌঁছে কাউন্টারে গিয়ে জানতে পারি যে, আমাদের নামে কোনো টিকিট নাকি বুক করাই হয়নি। অথচ টিকিটের টাকা আমার থেকে কেটে নেয়া হয়েছে। ভাবতেই পারছি না দুবাইতে এ ধরনের ঘটনা ঘটতে পারে।
অর্চনা বলেন, এ ঘটনা আমাদের ভাবনার অতীত। হাজার হাজার টাকা খোয়া গেছে আমাদের। এখন বুঝতে পারছি আমাদের সঙ্গে অনেক বড় ধরনের প্রতারণা হয়েছে।
তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে―টিকিট বুকিংয়ের সময়ই কিছুটা সন্দেহ হয়েছিল। কেননা, বুকিংয়ের সময় ওয়েবসাইটে স্কাইডাইভিংয়ের সময় দেখানো হয়েছিল মাত্র ৪ মিনিট। পরে তা হঠাৎ কমিয়ে ২ মিনিট দেখানো হয়। এতে কিছুটা সন্দেহ হলেও খুব একটা গুরুত্ব দেইনি আমরা। ভেবেছিলাম, মূল ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের সময় এমন কিছু হওয়া সম্ভব নয়। কিন্তু এখন মনে হচ্ছে আমরাই ভুল ছিলাম। আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকুন।
Comments