৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিপ্লবী ছাত্র সংসদের মানববন্ধন

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রণয়নসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বিপ্লবী ছাত্র সংসদের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী ছাত্র সংসদের কেন্দ্রীয় আহবায়ক আব্দুর রহিম আসাদ, ছাত্র অধিকার পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম আনাস, অভিভাবক পরিষদ সদস্য সোহেল রানা, রামগতি প্রতিনিধি রুবেল হোসেন ও কমলনগর প্রতিনিধি মাহমুদুল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, "জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের ইতিহাসে একটি বীরত্বগাথা অধ্যায়। কিন্তু এখনো এর যথাযথ স্বীকৃতি মেলেনি। জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রণয়ন সময়ের দাবি হয়ে উঠেছে।"
তাদের পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে— জুলাই গণহত্যার বিচার, ঘোষণাপত্র ও সনদ প্রণয়ন, আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহত ও শহীদ পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং জুলাই বিপ্লবকে সুসংহত রাখতে একটি বিপ্লবী ফোর্স গঠন।
বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, "শুধু স্মরণ নয়, রাষ্ট্রীয় স্বীকৃতি ও কার্যকর উদ্যোগই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।"
Comments