মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী শামীম কায়সার লিংকন এর মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির এক অংশের নেতা-কর্মীরা মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড়ের ঢাকা-রংপুর মহাসড়কে ধানের শীষের মনোনয়ন জনসম্পৃক্ত ত্যাগীর জন্য চূড়ান্ত হোক, করতে হবে স্লোগানে 'আমরা ধানের শীষ পরিবারের' ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিকাল সাড়ে চারটার দিকে চারমাথায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে কয়েক মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এই কর্মসূচিতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চারমাথা এলাকার আশপাশে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহনের যাত্রী ও চালকদের। মহাসড়কের অবস্থানরত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা রেজাউল করিম ও আহমেদ শরীফ, আবু তাহের প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ১/১১-এ দল এবং জিয়া পরিবারের বিপক্ষে অবস্থান নিয়ে অকথ্য ভাষায় গালিমন্দ করেছিলেন এবং ছাত্রদল ভেঙে সংস্কারপন্থীর পক্ষে নেওয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন।
২০০৮ সালে দলের সিদ্ধান্তের বাহিরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে দল থেকে বহিষ্কার হয়েছিলেন। ২০১৮ সালে নির্বাচনের সময় দলের ডাকে সারা না দিয়ে মালেশিয়ায় অবস্থান করেন। গত ১৮-১৯ বছরে গোবিন্দগঞ্জ না গিয়ে মালয়েশিয়া এবং ঢাকায় থেকে চাকরি এবং ব্যবসা করে আরাম আয়েশে জীবনযাপন করেছেন।
এদিকে বিএনপির মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন বলেন, যারা মিছিল করছে, তারা তো দলের কোন পদ-পদবিতে নাই। একটি মহল তাদের উসকে দিচ্ছে। তার কারণে ভুল বুঝে তারা এই কর্মসূচি করছে। এটি থাকবে না, দ্রুত সময়ের মধ্যে সবাই ঐক্যবন্ধ হয়ে দলের নির্দেশ মেনে কাজ করবে। এ বিষয়ে উপজেলা বিএনপি থেকে ব্যবস্থা নেবেন
Comments