জুলাই শহীদ দিবস উপলক্ষে উল্লাপাড়ায় আলোচনা সভা

গৌরবময় 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসন আয়োজিত এই সভায় শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
বক্তারা বলেন, "জুলাই মাসে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের রক্তে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার। তাঁদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখাই আমাদের দায়িত্ব।"
আলোচনা সভায় স্থানীয় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Comments