অন্যায়ভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দেয়া হবে না

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকি বলেছেন, অন্যায়ভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি অনুমোদন দেয়া হবে না। কারো অন্যায় আবদার মেনে নেয়া হবে না।
তিনি বলেন, এখনো কিছু স্কুল অ্যাডহক কমিটি নিয়ে জটিলতা কাটাতে পারেনি। কমিটির জটিলতা কাটাতে আমার দপ্তরে আপনারা আসবেন। আমি আপনাদের সহযোগিতা করবো। ম্যানেজিং কমিটি নিয়ে শিগগিরিই নতুন নির্দেশনা আসছে। আশাকরি এই সমস্যা কেটে যাবে।
শনিবার সকালে পটুয়াখালীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত পটুয়াখালী জেলার নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে শিক্ষার মানোন্নয়নের বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবার গণিত ও ইংরেজিতে বেশি ফেল তাই শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্যারদের এই বিষয়গুলোতে নজর দিতে হবে।
মতবিনিময় সভায় শিক্ষকরা বোর্ড চেয়ারম্যানের কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরেন শিক্ষকরা। এ সময় সমস্যা গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
সভায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক, বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর রফিকুল ইসলাম খান, উপ বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ কামরুজ্জামান কামাল, উপ সচিব মোঃ আবুল বাসার ও শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ পটুয়াখালী জেলার বিভিন্ন বিদ্যালয়ের ২৬০ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
Comments