দেবিদ্বারে এনসিপির সমন্বয়ক কমিটিতে সাবেক সেচ্ছাসেবকলীগ নেতা

কুমিল্লার দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক কমিটিতে স্থান পেয়েছেন আমির হোসেন নামে সাবেক এক সেচ্ছাসেবকলীগ নেতা। এ ঘটনায় উপজেলার বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
১ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত ২৮ সদস্যবিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়। সমন্বয়ক কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন জামাল মোহাম্মদ কবির। সেই সদস্য পদে ৬ নম্বরে নাম রয়েছে আমির হোসেনের।
কমিটি গঠনের পর থেকেই আমির হোসেনকে নিয়ে উপজেলার বিভিন্ন অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া আমির হোসেন সাবেক উপজেলার এলাহাবাদ ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। আমির হোসেন তার নাম ও পদ সম্বলিত বিভিন্ন পোস্টারে আওয়ামিলীগের সাবেক সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের সাথে দেখা গেছে।
দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক জামাল মোহাম্মদ কবির বলেন, এই ধরনের কোন তথ্য তার জানা নেই। কমিটি আরও যাচাই বাছাই করার পর এমন কোন অভিযোগ পেলে অবশ্যই পুর্নাংগ কমিটি গঠনের সময় এসব বিবেচনায় নেওয়া হবে।
এ প্রসংগে যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম বলেন, এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে বৈস্বম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সক্রিয়ভাবে জড়িত ছিল তাদেরকেই যায়গা দেওয়া হয়েছে। আমরা যতটুকু খোজখবর নিয়েছি আমির হোসেন জুলাই আন্দোলনে জড়িত ছিল। তারপরও যদি এমন নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে আসে আমরা অবশ্যই ঐ অনুযায়ী ব্যাবস্থা নিব।
এ ব্যাপারে আমির হোসেনের সঙ্গে কথা বলতে তাঁর মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Comments