রাশিয়ার কাছে ইউরোপ হেরে গেছে, জয়ী হওয়ার ভান করছে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

ইউক্রেনসহ ইউরোপের নেতারা রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘাত থেকে বিজয়ী হয়ে উঠতে পারে এমন আচরণ করে চলছে। কিন্তু তারা দীর্ঘদিন ধরেই পরাজিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে কোসুথ রেডিওতে একটি সকালের অনুষ্ঠানে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেনের ঘটনাবলী নিয়ে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন।
অরবান বলেন, 'এই ধরণের যুদ্ধের কোন সমাধান নেই। ইউক্রেনীয়রা কার্যত এটি হেরে গেছে। ইউক্রেন ইউরোপের সঙ্গে একসাথে এই যুদ্ধে হেরেছে। কিন্তু কারোরই এটি স্বীকার করার এবং প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছানোর সাহস নেই। পরিবর্তে তারা ভান করে যে, এই যুদ্ধ যুদ্ধক্ষেত্রে জেতা সম্ভব।'
অরবান উল্লেখ করেন, ইইউ নেতারা এখনো 'ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়াকে পরাজিত করার' লক্ষ্য রাখেন এবং এই লক্ষ্যে কিয়েভকে সামরিক ও আর্থিক উভয় সহায়তা প্রদান অব্যাহত রাখবেন।
অরবান জোর দিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়নের কখনো এই সংঘাতে জড়িয়ে পড়া উচিত ছিল না। এখন অগ্রাধিকার হওয়া উচিত আলোচনার মাধ্যমে দ্রুত লড়াইয়ের অবসান ঘটানো।
Comments