৫ বলে ৫ উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে অনন্য কীর্তি গড়লেন ক্যাম্ফার

ক্রিকেট ইতিহাসে অনন্য কীর্তি গড়লেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ছেলেদের পেশাদার ক্রিকেটে তিনিই প্রথম বোলার, যিনি ৫ বলে ৫ উইকেট নেয়ার নজির গড়লেন। এই অবিশ্বাস্য কীর্তি তিনি গড়েছেন আয়ারল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে।
ডাবলিনে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মানস্টের রেডসের হয়ে খেলতে নেমে এই রেকর্ড গড়েন মানস্টের অধিনায়ক ক্যাম্ফার।
প্রথমে ব্যাট করে মানস্টের তোলে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান। জবাবে ১১ ওভার শেষে ৫ উইকেটে ৭৮ রান করা নর্থ-ওয়েস্ট ১৩.৩ ওভারেই অলআউট হয়ে যায় মাত্র ৮৮ রানে। ১০০ রানের বিশাল জয় পায় মানস্টের, যার নায়ক ক্যাম্ফার।
১২তম ওভারে বোলিংয়ে এসে প্রথম চার বলে দেন ৯ রান, কিন্তু পরের দুই বলে উইকেট নেন জ্যারেড উইলসন ও গ্রাহাম হিউমের। এরপর ১৪তম ওভারের প্রথম তিন বলে পরপর উইকেট- হ্যাটট্রিক সহ আউট হন রোবি মিলার, জশ উইলসন ও আরেকজন ব্যাটার।
মাত্র ২.৩ ওভারে ১৬ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন তিনি। ম্যাচশেষে বলেন, 'ওভার পরিবর্তন হওয়ায় কী হচ্ছে ঠিক বুঝিনি। শুধু নিজের কাজটা করার চেষ্টা করেছি, আর সৌভাগ্যক্রমে ফল পেয়েছি।'
একজন ব্যাটার বাকি থাকলে ছয় বলে ছয় উইকেট নেয়ার সম্ভাবনার প্রশ্নে ক্যাম্ফার বিনয়ী জবাব দেন, 'না, আমার মনে হয় না।'
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগেই ক্যাম্ফার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন।
এই তালিকায় আরও আছেন- রশিদ খান (আফগানিস্তান, ২০১৯), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা, ২০১৯), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ, ২০২২), ওয়াসিম ইয়াকুব (লেসোথো, ২০২৩) ও হারনান ফেনেল (আর্জেন্টিনা, ২০২৩)
নারীদের ঘরোয়া ক্রিকেটে প্রথম ৫ বলে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন জিম্বাবুয়ের কেনিস এনদোলোভু, ২০২৩ সালে।
এই কীর্তি ক্যাম্ফারকে ক্রিকেট ইতিহাসে এক নতুন মাত্রায় নিয়ে গেল। বিশেষ করে যখন এমন কিছু আগে কখনোই ছেলেদের ক্রিকেটে হয়নি।
Comments