ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ লাশ উদ্ধার

ভারতের রাজস্থানের চুরুতে ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে দুজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিধ্বস্ত আকাশযানটি ভারতের বিমানবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঘটনাটি ঘটেছে চুরুর রতনগড় এলাকায়। এটি ভেঙে পড়ার পরপরই স্থানীয় এলাকাবাসী সেখানে ভীড় করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বুধবার দুপুরে বিকট শব্দে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। মাটিতে জ্বলন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখেন লোকজন। বিমানের ধ্বংসাবশেষ মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল দূর-দূরান্ত পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
Comments