টেস্ট জয়ের পরও যে অভিযোগ করলেন গিল

প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। এজবাস্টনে দাপুটে ক্রিকেট খেলে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়েছে শুবমান গিলের দল। তবে জয়ের পরও ভারতীয় অধিনায়ক মুখ খুললেন বলের মান নিয়ে।
এই টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন গিল। দুই ইনিংস মিলিয়ে করেছেন ৪৩০ রান, প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১। একই টেস্টে আড়াইশ ও দেড়শ ছুঁয়ে ফেলা ইতিহাসের প্রথম ব্যাটারও তিনি। তবু জয় উদ্যাপনের মাঝেও নিজের সতীর্থ বোলারদের নিয়ে চিন্তা প্রকাশ করেছেন তিনি।
ম্যাচ শেষে নিজের পর্যবেক্ষণে গিল বলেন,'বোলারদের জন্য কাজটা সত্যিই কঠিন হয়ে পড়ছে। পিচের চেয়েও বেশি সমস্যা হচ্ছে বল নিয়ে, অত্যন্ত দ্রুত বল নরম হয়ে যাচ্ছে এবং আকার হারিয়ে ফেলছে। ঠিক কী কারণে এমন হচ্ছে—আবহাওয়া, পিচ না কি অন্য কিছু তা আমি জানি না। কিন্তু এই অবস্থায় উইকেট পাওয়া সত্যিই কঠিন হয়ে দাঁড়াচ্ছে বোলারদের জন্য।'
তিনি আরও যোগ করেন,'একটি দল হিসেবে যখন আপনি জানেন উইকেট পাওয়া কঠিন আর রান অনায়াসে উঠে যাচ্ছে, তখন অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।'
ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে মোট রান হয়েছে ১,৬৯২! বোঝাই যাচ্ছে, ব্যাটসম্যানদের স্বর্গ ছিল এই টেস্ট, কিন্তু বোলারদের জন্য নিঃসন্দেহে কঠিন পরীক্ষা। ভারতের প্রথম ইনিংস ৫৮৭ রানে থেমে যাওয়ার পর, ইংল্যান্ডও জবাবে তোলে ৪০৭ রান। এরপর দ্বিতীয় ইনিংসে আরও ৪২৭ রান তুলে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় ভারত। ৬০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শেষ দিনে থামে ২৭১ রানে।
এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। সামনে বাকি তিন টেস্টের আগে গিলের আশা বল নিয়ে নেয়া হবে কার্যকর কোন সিদ্ধান্ত। ভারতীয় অধিনায়ক বলেন,'আমার মনে হয়, অন্তত কিছুটা সহায়তা থাকা উচিত। যদি বল কিছু করে তাহলে খেলা উপভোগ্য হয়। কিন্তু যদি জানেন শুরুতেই মাত্র ২০ ওভার বল কিছু করবে, এরপর পুরো দিন কেবল রান ঠেকানোর পরিকল্পনা করতে হবে তাহলে খেলাটার মূল আনন্দটাই হারিয়ে যায়।'
ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে লর্ডসে আগামী বৃহস্পতিবার (১০ জুলাই)।
Comments