গাভাস্কারের ৫৪ বছরের পুরোনো রেকর্ড ছুঁলেন গিল

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে ভারতের তরুণ ব্যাটিং সেনসেশন শুভমান গিল আবারও প্রমাণ করলেন কেন তাকে ভবিষ্যতের মহাতারকা বলা হয়। এজবাস্টন টেস্টে একের পর এক রেকর্ড গড়েছেন এই ডানহাতি ব্যাটার। প্রথম ইনিংসে দুর্দান্ত ২৬৯ রানের ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও শতরান করে ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন।
একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও শতরান এমন কীর্তি ভারতীয় ব্যাটারদের মধ্যে কেবল দু'জনেরই রয়েছে। শুভমান গিলের আগে এই অসাধারণ অর্জন করেছিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার, ১৯৭১ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তখন প্রথম ইনিংসে করেছিলেন ১২৪ এবং দ্বিতীয় ইনিংসে ২২০ রান।
গিলের ২৬৯ রানের ইনিংসটি ভারতের টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রান। এর আগে এই রেকর্ডটি ছিল ধোনি বা কোহলির মতো তারকাদের দখলে, কিন্তু গিল সেটি ছাপিয়ে গেছেন দাপটের সঙ্গে।
চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে শতরান তুলে নিয়ে তিনি শুধু ভারতের দ্বিতীয় নয়, বিশ্বের নবম ব্যাটার হিসেবে একই টেস্টে একটি ডাবল সেঞ্চুরি ও একটি শতরান করার বিরল কীর্তি গড়েছেন।
চলমান 'টেন্ডুলকার-অ্যান্ডারসন' সিরিজে গিল এখন পর্যন্ত ৫০০-এর বেশি রান করেছেন, যা ভারতের কোনো অধিনায়কের প্রথম টেস্ট সিরিজে সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ড ছিল বিরাট কোহলির, যিনি অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে করেছিলেন ৪৪৯ রান।
শুধু ব্যাট হাতে নয়, নেতৃত্বেও গিল দেখাচ্ছেন পরিণত মনোভাব। গড়ছেন একের পর এক রেকর্ড, ভেঙে দিচ্ছেন পুরনো ইতিহাস। ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় লিখছেন শুভমান গিল।
Comments