পবিত্র আশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল

আজ (রবিবার) পবিত্র আশুরা, হিজরি মহররম মাসের দশম দিন। ইতিহাস, শোক ও ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে।
সারা দেশের ন্যায় বরিশালেও পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় নগরীর নতুন বাজার মড়কখোলার পুল এরাকা থেকে মিছিল বের হয়। প্রতিবছরের ন্যায় এবছরও পাক পাঞ্জাতন পরিষদ এর উদ্যোগে মিছিল বের হয়।
ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, রঙিন পতাকা নিয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও নগরীতে পৃথক আরো একটি মিছিল বের হয়।
এদিকে, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়া র্যাব ও পুলিশ সেনাবাহীনিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলের সঙ্গে ছিলেন।
Comments