সুন্দরবনে বর্বরতার হামলার দৃশ্য দেখে স্তম্ভিত সবাই

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার বন্ধ করতে বলার পর মোংলার চিলা ইউনিয়নের বিএনপির কোষাধ্যক্ষ মোঃ বাবুল হাওলাদারসহ চারজনের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সেই হামলার ভিডিও মোংলা থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি দেখে মোংলার মানুষ ও আশপাশের এলাকাবাসী তীব্র নিন্দা ও আতঙ্ক প্রকাশ করেছেন। হামলার নির্মম দৃশ্য দেখে সবাই স্তম্ভিত।
হামলায় আহত চারজনই বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, মো. বাবুল হাওলাদার, ইলিয়াস জমাদ্দার ও জেকি জমাদ্দারের মাথায় গুরুতর আঘাত রয়েছে।
ঘটনার সূত্রপাত শুক্রবার (৪ জুলাই) বিকেলে। চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে এক চায়ের দোকানে বসে স্থানীয় যুবক ইলিয়াস জমাদ্দার প্রতিবাদ করেন সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ ধরার। এতে স্থানীয় কাদের জমাদ্দারের সঙ্গে তার কথাকাটাকাটি ও পরে হাতাহাতি হয়। আহত ইলিয়াসের খবর পেয়ে তার শ্যালক মোঃ বাবুল হাওলাদার ঘটনাস্থলে ছুটে যান মীমাংসার জন্য।
কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। কাদের জমাদ্দার, আলামিন জমাদ্দার, মামুন জমাদ্দার, জাহিদ বেপারীসহ একদল লোক দেশীয় লাঠি ও রড নিয়ে বাবুল হাওলাদার, ইলিয়াস জমাদ্দার, জেকি জমাদ্দার ও পাবেল হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায়। সবাই গুরুতর জখম হন।
এই হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নিরস্ত্র কয়েকজন লোককে ঘিরে ধরে একদল সশস্ত্র ব্যক্তি নির্মমভাবে পিটছেন। মোংলার এই বর্বর হামলার দৃশ্য দেখে স্থানীয়রা স্তম্ভিত, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে 'অমানবিক ও বর্বরতা' হিসেবে অভিহিত করেছেন।
হামলার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা খুব একটা ভালো নয়। মাথায় এবং শরীরে একাধিক জায়গায় রড ও লাঠির আঘাত রয়েছে। কিছু আঘাত ছিল গভীর এবং রক্তপাতজনিত সমস্যা দেখা দিয়েছে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, "মামলা নেওয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। হামলার ভিডিও ফুটেজ তদন্তের জন্য ব্যবহার করা হচ্ছে।"
বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Comments