উল্লাপাড়ায় নানা আয়োজনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার বেলা ১২ টায় উল্লাপাড়া প্রেসক্লাবের হল রুমে গ্লোবাল টেলিভিশনের উল্লাপাড়া প্রতিনিধি মো. ময়নুল হোসাইন এর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব হাসান,মডেল থানার তদন্ত ওসি নিয়ামুল হক, আমার সংবাদের উল্লাপাড়া প্রতিনি সাহেব আলী, মাইটিভির উল্লাপাড়া প্রতিনিধি আনিছুর রহমান লিটন, এশিয়ান টিভির উল্লাপাড়া প্রতিনিধি আল-আমিন হোসেন, মুভি বাংলা টিভির উল্লাপাড়া প্রতিনিধি আলমাহমুদ, রুপালী বাংলাদেশ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি আবু বক্কার, স্বদেশ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি বায়েজিদ, সাংবাদিক হিরা, সাইফুল সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা গ্লোবাল টেলিভিশনের আগামীর পথচলা যেন দীর্ঘ হয় এই কামনা করেন। সেই সাথে টেলিভিশনটির বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য ধন্যবাদ জানান।
Comments