‘বিএনপির পদে আওয়ামী মন’—মানিকের বিরুদ্ধে বিএনপির অঙ্গ সংগঠন

মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে ভূমি দখল, দুর্নীতি, আওয়ামী আঁতাত ও দলের আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন তারই দলের অঙ্গ সংগঠনের নেতারা।
বুধবার (২জুলাই) দুপুরে মোংলার হোটেল টাইগারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা মানিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম।
নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক পৌর মেয়র রহমান ফরেস্টার এবং যুবলীগ নেতা ইকবাল হোসেনের ছত্রছায়ায় মানিক মোংলায় জমি দখল করেছেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেন। আদালতের নির্দেশ অমান্য করেও তিনি এখনো সেই জমি দখলে রেখেছেন।
তারা আরও বলেন, বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত হলেও মানিক নিজেকে সদস্য সচিব দাবি করে কমিটিতে আওয়ামী লীগের সাবেক ক্যাডার, মাদক ব্যবসায়ী ও চিহ্নিত অপরাধীদের বসিয়েছেন।
নেতাদের ভাষ্য, মাহবুবুর রহমান মানিক বিএনপির পদ ধরে রাখলেও তার মন ও কার্যকলাপ আওয়ামী লীগের সঙ্গে। তাই তাকে দ্রুত বহিষ্কার এবং বাগেরহাট জেলা বিএনপির বর্তমান কমিটি স্থগিত করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
Comments