চোখের নিচে কালচে দাগ কীসের ইঙ্গিত করে?

চোখের নিচে কালো দাগ বা 'ডার্ক সার্কেল' নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন। বেশিরভাগ সময় এটি ক্লান্তি কিংবা ঘুমের অভাবে দেখা দিলেও, চিকিৎসকরা বলছেন—এর পেছনে আরও নানা কারণ থাকতে পারে। কখনো এটি একটি নির্দিষ্ট রোগের ইঙ্গিত দেয়, আবার কখনো জিনগত বা বয়সজনিত প্রক্রিয়ার ফলাফল হিসেবেই দেখা যায়।
চোখের নিচে কালো দাগের সম্ভাব্য কারণগুলো:
- অনিদ্রা বা ঘুমের অনিয়ম
- অ্যালার্জি বা সিজনাল সমস্যা
- অতিরিক্ত রোদে থাকলে ত্বকে হাইপারপিগমেন্টেশন
- শরীরে আয়রনের ঘাটতির ফলে অ্যানিমিয়া
- চোখে বারবার ঘষাঘষি করা
- ধূমপান ও পানিশূন্যতা
- পাতলা ত্বক ও বয়সজনিত পরিবর্তন
- চর্মরোগ বা থাইরয়েডের সমস্যা
- কিছু চোখের ড্রপের পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন বিম্যাটোপ্রোস্ট
চিকিৎসকেরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক পাতলা হতে থাকে এবং চোখের নিচের চর্বি স্তর কমে যায়। এতে রক্তনালির রং আরও পরিষ্কার দেখা যায়, ফলে কালো দাগ দেখা দেয়। একইভাবে, যাদের পরিবারে চোখের নিচে দাগের ইতিহাস আছে, তাদের মধ্যেও এই সমস্যা সহজেই দেখা দেয়। গাঢ় ত্বকের অধিকারীদের ক্ষেত্রে এই পিগমেন্টেশন আরও বেশি চোখে পড়ে।
Comments