সরকারী পর্যটন কেন্দ্রের খাঁচা থেকে রাতের আধারে হরিণ গায়েব

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে বরিশাল জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা হরিণ খাঁচা থেকে গায়েব হয়ে গেছে। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বরিশাল জুড়ে। ৩ জন নিরাপত্তার দায়িত্বে থাকার পরও খাঁচার তালা না ভেঙে হরিণ নিখোঁজের ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। দায়িত্বে অবহেলা, সিসি ক্যামেরা অচল আর অব্যবস্থাপনা ভাবিয়ে তুলেছে দর্শনার্থীদের। এমন ঘটনা প্রকাশ পাওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। থানায় জিডি সহ করা হয়েছে তদন্ত কমিটি।
কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকেও হরিণ গায়েব হয়ে যাওয়ায় কতটা সুরক্ষিত বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘির প্রাণিসম্পদ। একসময়ের অতিথি পাখির অভয়ারণ্যের স্থানটিতে কৃত্রিমভাবে পশুপাখি প্রদর্শনের উদ্যোগটিও ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। কমে গেছে অতিথি পাখি, উড়ে গেছে খাঁচার কবুতর। ময়ূরপঙ্খী আর ইমু পাখির মাঝে দুটি খরগোশ ছটফট করছে। কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ঐতিহ্যবাহী দুর্গা সাগর দিঘীকে পর্যটন স্পটে রূপ দিতে নানা উদ্যোগ হাতে নেওয়া হলেও। অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতায় প্রাণীগুলো আজ অস্তিত্ব সংকটে।
দূর্গাসাগর দিঘীর সমন্বয়কারী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দর্শনার্থী বৃদ্ধি ও সৌন্দর্য বর্ধনের জন্য বরিশালের বাবুগঞ্জ উপজেলার দূর্গা সাগর দীঘিতে প্রায় ১০ বছর আগে জেলা প্রশাসন হরিণ সংগ্রহ করে । পাশাপাশি আনা হয় ময়ুর, খরগোস, কবুতর সহ নানা পাখি ও প্রানী। তবে গত ৩ আগষ্ট খাঁচায় থাকা ১৩টি হরিণের মধ্যে একটি হরিণ হঠাৎ করেই উধাও হয়ে যায়। পরের দিন সকালে ঘটনাটি জানাজানি হলে দ্রুত এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করে সমন্বয়কারী মো. জাহাঙ্গীর হোসেন ও জামাল হোসেন। তিনি বলেন, রাতে ৩ জন নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকার পরও খাঁচার তালা না ভেঙে একটি হরিন নিখোঁজের এমন ঘটনা এই প্রথম।
দর্শনার্থী ও স্থানীয়রা জানান, কর্মচারিদের দায়িত্বে অবহেলার পাশাপাশি প্রানী ও পাখিদের অবহেলায় রাখা হয়। দীর্ঘদিন ধরেই অচল সিসি ক্যামেরা। জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।
ঘটনার তিন দিন পর জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলেও খাঁচার আশপাশের ক্যামেরা গুলো অচল থাকায় হরিণ নিখোঁজের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, কারো অবহেলার প্রমান পেলে ছাড় নয়, ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
গত ৩ আগষ্ট হরিণ নিখোঁজের রাতে দূর্গাসাগর দিঘী নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল অলিউল হাওলাদার, জাহিদুর রহমান ও বশির শিকদার। তবে আজ অবধি এই হরিণ গয়েবের কোন ক্লু খুজে পায়নী প্রশাসন।
Comments