দুইদিন উত্থানের পরেই দরসংশোধন

ঈদের ছুটির পর টানা দুই দিন ইতিবাচক ধারায় থাকলেও আজ মঙ্গলবার (১৭ জুন) দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) ফের পতন হয়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৯৭ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৭৩৯.৬৮ পয়েন্টে।
যদিও বাজার বিশ্লেষকদের ধারণা, এটি বাজারের স্বাভাবিক সংশোধন। যা বাজারের দীর্ঘমেয়াদি ইতিবাচক ধারার পথে একটি অস্থায়ী ধাপ মাত্র। তাই বিনিয়োগকারীদের হতাশ না হয়ে ধৈর্য ধরার এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের দিকে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ঈদের ছুটি শেষে রোববার ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বাড়ে এবং সোমবার বড় উত্থানে ৬০ পয়েন্ট যোগ হয়, যা বিনিয়োগকারীদের মাঝে নতুন আশাবাদের জন্ম দেয়। তবে আজকের ৪৪ পয়েন্ট পতনে অনেক বিনিয়োগকারী হতাশ হয়েছেন। বাজার বিশ্লেষকরা বলছেন, মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এ ধরনের স্বল্পমেয়াদি পতন নতুন কিছু নয়। তাই বিনিয়োগকারীদের হতাশ না হয়ে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদি বিনিয়োগে নজর দেয়া উচিত।
ডিএসইতে আজ (মঙ্গলবার) মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৭৯ শতাংশ বা ২৭৬টি কোম্পানির দরপতন হয়। ৬৭টির দর বেড়েছে এবং ৫৪টির দর অপরিবর্তিত ছিল। লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় কমেছে। আজ লেনদেন হয়েছে ৩১৩ কোটি ৬২ লাখ টাকার, যেখানে সোমবার লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার, অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১০৪ কোটি টাকা।
প্রায় ৫০ কোটি টাকা লেনদেন হয়ে খাদ্য ও আনুষঙ্গিক খাত লেনদেনের শীর্ষে থাকলেও প্রায় সবখাতেই ছিল দরপতনের আধিক্য। তথ্য ও প্রযুক্তি খাত এবং ভ্রমণ ও অবকাশ খাত শতভাগ পতনে ছিল। ওষুধ ও রসায়ন খাতে প্রায় ৪১ কোটি টাকা এবং ব্যাংক খাতে সাড়ে ৩৪ কোটি টাকা লেনদেন হয়।
রবি, জিপি, বিএটিবিসি, আইসিবি, বীকন ফার্মার দরপতন সূচকের বড় পতন ঘটাতে সাহায্য করেছে। সাড়ে ২০ কোটি টাকা লেনদেন হয়ে লোভেলো আইসক্রিম লেনদেনের শীর্ষে উঠে আসে। দরবৃদ্ধির শীর্ষে ছিল সেন্ট্রাল ইন্স্যুরেন্স।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৯ কোটি ৮২ লাখ টাকার চেয়ে কিছুটা বেশি। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ সামান্য ০.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৪৫.৭৯ পয়েন্টে। আজ সিএসইতে ১৮৯টি কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নেয়, এর মধ্যে ৭০টির দর বেড়েছে, ৯৩টির কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত ছিল।
Comments