ওসমান হাদিকে গুলি করার ঘটনায় নিন্দা জানালেন ড. শফিকুল ইসলাম মাসুদ
ওসমান হাদিকে গুলি করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, "নির্বাচনের আগে এমন নাশকতামূলক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করি না।"
ড. মাসুদ অভিযোগ করে বলেন, তার নির্বাচনি এলাকা পটুয়াখালীর বাউফলে বর্তমানে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার মতো নিরাপত্তা পরিস্থিতি নেই। তিনি দাবি করেন, সহিংসতা ও হামলার ঘটনায় জনগণের মাঝে ভীতি তৈরি হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি।
তিনি দ্রুত ঘটনার বিচার, দোষীদের গ্রেফতার এবং সকল প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
Comments