শান্তর পর সেঞ্চুরি তুলে নিলেন মুশফিকও

শুরুর ধাক্কা সামলে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। ১৮ মাস পর সাদা পোশাকের ফরম্যাটে সেঞ্চুরি তুলে নিলেন শান্ত। তার কিছুক্ষণ পর সেঞ্চুরি তুলে নিলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকও। দুজনের ব্যাটিং নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের পথে লাল সবুজরা।
এদিন শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দলের খাতায় ৫ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন এনামুল হক বিজয়। ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি। দলীয় ৩৯ রানে বিদায় নেন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৫৩ বলে ১৪ রান করে থারিন্দু রত্নানায়েকের বলে এজ হয়ে স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ধরা পড়েন তিনি।
কিছুক্ষণ পর বিদায় নেন শুরু থেকে ক্রিজে আধিপত্য করে খেলা মুমিনুল হক। রত্নানায়েকের ঘূর্ণি পড়তে ভুল করে তিনিও স্লিপে ক্যাচ তুলে দেন। ৩৩ বলে ৪ চারের মারে ২৯ রানে থামে তার ইনিংস। ৪৫ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিক ও অধিনায়ক শান্ত। দলকে ৯০ রানে পৌঁছে দিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান দুজন। ফিরে এসে ফিফটি তুলে নেন তারা। ১৩৭ রানের জুটি গড়ে যান চা বিরতিতে। সেখান থেকে ফিরে এসে সেঞ্চুরি তুলে নিলেন শান্ত। দেড় বছর আগে শেষ সেঞ্চুরিটা পেয়েছিলেন সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। পরের ১১ টেস্টে দুই ফিফটি হাঁকালেও সেঞ্চুরির দেখা পাননি তিনি। সে ডেডলক ভাঙল শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে।
অন্যদিকে গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিকে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের দারুণ ইনিংস খেলার পর, শেষ সাত টেস্টে ফিফটির দেখাও পাননি মুশফিক। এবার ফিফটির পর তুলে নিলেন নিজের সেঞ্চুরিও।
Comments