ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সর্বোচ্চ সতর্ক বরিশাল শিক্ষাবোর্ড

বরিশালে প্রতিনিয়ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।
বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে দুই হাজার ৬৮৪ জন। অপরদিকে দেশে আবারও দেখা দিয়েছে করোনা মহামারির। এরই মধ্যে সতর্কবার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনও বরিশাল বিভাগে করোনা পরীক্ষার কিটসসহ অন্যান্য উপকরণ না থাকায় আতঙ্কে দিন কাটছে দক্ষিনাঞ্চলবাসীর।
এমন অবস্থায় আগামী ২৬ জুন থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা।
বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য মতে, এমন অবস্থায় একদিকে পাঠদান শুরু অপরদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সবকিছু মাথায় রেখে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ২৪৯ টি কলেজের ৬১ হাজার ২৫ জন শিক্ষার্থী অংশ নিবে। এরমধ্যে ছাত্র ২৮ হাজার ৭৯৪ জন আর ছাত্রী ৩২ হাজার ২৩১ জন। মোট ১৪৪ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এরই মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে প্রশ্নপত্র ও উত্তরপত্র।
এদিকে স্বাস্থ্য বিধি মানতে সর্বোচ্চ সতর্কবস্থার কথা বলেছেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো: ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেন, একদিকে করোনা আক্রান্তের বর্তমানে যে হার তাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহনে বাধার কোন পারিস্থিতি এখনও তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পরীক্ষা কক্ষে আসন বণ্টন করা হবে নির্দিস্ট দূরত্ব বজায় রেখে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সকল স্কুল ও কলেজ গুলো খোলার সাথে সাথে পরিছন্নতা অভিযান চালাতে নির্দেশনা দেয়া হবে। কোন মতেই ডেঙ্গুর বিস্তার হতে দেয়া যাবে না।
তিনি আরও বলেন, আগামী ১৮ জুন ভারপ্রাপ্ত কর্মকর্তা সভা হবে। ওই সভাতে করোনা রোধে স্বাস্থ্য বিধি মানার বিষয়টি অবহিত করা হবে। তাছাড়া ১৫ জুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। তখন ওয়েব সাইটের মাধ্যমে স্বাস্থ্য বিধির নির্দেশনা ও ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান প্রচার করা হবে।
Comments