জালনোট ও উৎপাদনের সরঞ্জামাদিসহ দুই যুবক আটক

জালনোট ও উৎপাদনের সরঞ্জামাদিসহ দুই যুবককে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার (২৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।
এর আগে পটুয়াখালী সদর থানাধীন মৌকরন এলাকার বহুতল একটি ভবনে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হলো পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার নিজহাওলা এলাকার মাসুদ মীরের ছেলে অয়ন মীর (২৩) ও পটুয়াখালী সদর থানাধীন মৌকরণ এলাকার সহিদ ইসলাম খানের চেলে তামিম খান (২৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জাল টাকা ক্রয়-বিক্রয় সংক্রান্ত প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর মৌকরণ এলাকার অয়ন মীরের ভাড়া বাসায় অভিযান চালায় র্যাব-৮ এর সদর কোম্পানি। অভিযানে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয় পালিয়ে যাওয়ার সময় অয়ন মীর ও তামিম খানকে আটক করা হয়। আটকের সময় তাদের উভয়ের কাছ থেকে ১৭ হাজার ৭ শত টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি অয়নের তথ্যানুযায়ী তার ঘর থেকে জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত একটি প্রিন্টার, একটি ল্যাপটপ ক্যাবলসহ একটি টি মাউস, একটি কী বোর্ড, দুই পাতা জাল নোটের নমুনা, দুইটি মোবাইল, চারটি সিমকার্ড উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের শেষে উভয়কে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।
Comments