ফাইনালের রেকর্ড হারালেন ক্যাসেমিরো, ধরে রাখলেন আর্জেন্টিনার রোমেরো

ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো। টটেনহামের জার্সিতে ছিলেন আর্জেন্টিনার ক্রিশ্চিয়ান রোমেরো। শেষ পর্যন্ত অবশ্য হাসিটা হেসেছেন টটেনহামের ক্রিশ্চিয়ান রোমেরো।
ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড আর টটেনহাম হটস্পারের মধ্যেকার ফাইনাল জিতে ১৭ বছর পর প্রথমবার কোনো বড় শিরোপা জিতল টটেনহাম। আর সবমিলিয়ে ৪১ বছর পর কোনো মহাদেশীয় শিরোপায় হাত রাখল দলটা। প্রিমিয়ার লিগে দুই দলের অবস্থাই ছিল নাজুক। ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার সুযোগ ছিল তাদের সামনে। সেটা লুফে নিতে পেরেছে টটেনহামই।
তবে ইউরোপিয়ান এই ফাইনালেও ছিল ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ। ইউনাইটেডে ছিলেন ব্রাজিলের তারকা ক্যাসেমিরো। টটেনহামের ডিফেন্সে ছিলেন রোমেরো। দুজনেই বিলবাও শহরে এসেছিলেন ফাইনালে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে। তবে ক্যাসেমিরোই শেষ পর্যন্ত নিজের রেকর্ড হারালেন এই বড় ম্যাচে।
ইউরোপিয়ান ফাইনালে এর আগে কখনোই হারেননি ক্যাসেমিরো। জিতেছিলেন আট ফাইনাল। রিয়াল মাদ্রিদের হয়ে ছিল ৫ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবং ৩ উয়েফা সুপারকাপ জেতার রেকর্ড। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে এসে নিজের প্রথম ফাইনালেই দেখতে হলো হারের মুখ।
Comments