মাঠে নামছে দিল্লি, মুস্তাফিজ কী খেলবেন?

নাটকীয়তার পর আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বিসিবির শর্ত অনুযায়ী, টাইগার এই পেসার গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে ফিজকে পাচ্ছে না বাংলাদেশ। আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিতে এরই মধ্যে ভারতের বিমান ধরার কথা রয়েছে। আজ রাতেই দিল্লির ঘরের মাঠে গুজরাটের মুখোমুখি হবে মুস্তাফিজের দল।
আজকের ম্যাচে মুস্তাফিজ খেলতে পারবেন কি না এ নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। টানা ম্যাচ খেলার ধকল এবং ভ্রমণ ক্লান্তি সব কিছু মিলিয়ে বেশ চ্যালেঞ্জিংই হবে। যদি খেলতে নামেনও তাহলে চব্বিশ ঘণ্টারও কম সময়ে দুটি ম্যাচ খেলবেন তিনি।
এবারের আসরের মাঝপথে দল পেয়েছেন মুস্তাফিজ। গত ১৪ মে তাকে ৬ কোটি রুপিতে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। দল পেলেও অনাপত্তিপত্র (এনওসি) জটিলতায় মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। পরে বাঁহাতি এই পেসারকে ৭ দিনের জন্য এনওসি দেয় বিসিবি। ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মুস্তাফিজ। এই সময়ে তিনটি ম্যাচ রয়েছে দিল্লির।
১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা দিল্লির প্লে-অফে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে। বাকি তিন ম্যাচ জিতলে অন্য কোনো সমীকরণ ছাড়াই প্লে-অফে খেলবে দিল্লি। সে কারণেই দিল্লির জন্য এই তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বিসিবিও এই তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র দিয়েছে। গ্রুপ পর্বে দিল্লির শেষ ম্যাচ ২৪ মে।
দিল্লির বাঁহাতি পেসার মিচেল স্টার্কও এবারের আসরে আর ফিরছেন না। স্টার্ক সরে যাওয়ার পর এখন দিল্লি ক্যাপিটালসে একমাত্র বিদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজ। তাই দিল্লি শিবিরে টাইগার পেসারের গুরুত্বটা এখন একটু বেশিই! আগেও দিল্লির হয়ে খেলেছেন। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন ফিজ।
Comments