পাকিস্তান সফরের অনুমতি পেয়েছে বিসিবি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরের কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সীমান্ত উত্তেজনায় সেই সফরকে ঘিরে তৈরি করেছে অনিশ্চয়তা।
সূচি অনুযায়ী, আগামি ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের জেরে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ সপ্তাহখানেক পিছিয়ে গেছে। যে কারণে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরও অনিশ্চয়তায় পড়ে গেছে।
সিরিজটি আদৌ হবে কি-না তা এখনও পিসিবি কিংবা বিসিবি কেউই পুরোপুরি নিশ্চিত করেনি। তবে আসন্ন সিরিজটি নিয়ে এবার আলোর রেখার দেখা মিলেছে। পাকিস্তান সিরিজে খেলতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবুজ সংকেত দিয়েছে। তবে অনুমতির কাগজ এখনও বিসিবিতে আসেনি বলে জানা গেছে।
বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সংবাদমধ্যমকে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে কাগজ আসলে প্লেয়ারদের কাছে জিজ্ঞেস করবে বোর্ড। ক্রিকেটারদের পাকিস্তানে যেতে আপত্তি না থাকলে নির্ধারিত সময়েই সিরিজটি হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ ও ১৯ মে মাঠে গড়াবে সিরিজটি। এই সিরিজ খেলেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে টাইগারদের সরাসরি পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন এবং বিসিবির সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি। সেখানে ২ দিন পিছিয়ে ম্যাচ শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে ২৭ মে থেকে। ২৯ মে এবং ১, ৩ আর ৫ জুন হবে বাকি ম্যাচগুলো। ফয়সালাবাদ আর লাহোরেই হবে সব ম্যাচ।
এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেছিলেন, 'সরকারি নিরাপত্তা সংস্থা ও ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশন যদি পাকিস্তান সফরকে নিরাপদ হিসেবে চিহ্নিত করে, তাহলে আমরা যেতে পারব। এই বিষয়ে বিসিবির একক সিদ্ধান্তের সুযোগ নেই।'
শেষ পর্যন্ত বাংলাদেশ দলের পাকিস্তান সফর আলোর মুখ দেখে কি না, সেটাই এখন দেখার বিষয়।
Comments