লেনদেন ৩শ’ কোটির নিচে, দিশেহারা বিনিয়োগকারীরা

টানা দরপতনে অস্থিরতা দেখা দিয়েছে পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের আস্থা সংকটে পড়ে বাজারে বাড়ছে শেয়ার বিক্রির চাপ। টানা পতনে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। আজ বুধবার (১৪ মে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমে এসেছে ৩০০ কোটি টাকার নিচে।
আজ লেনদেনের শুরুতেই নেতিবাচক প্রবণতা দেখা যায় সূচকে। সকাল থেকেই বেশিরভাগ শেয়ারে বিক্রির চাপ থাকায় সূচক ধীরে ধীরে নিচে নামতে থাকে। এরপর কয়েকবার সূচক ওঠার চেষ্টা করলেও বিক্রির চাপ থাকায় সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৯ পয়েন্ট কমে যায়।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে পরিমাণ প্রতিষ্ঠানের দর বেড়েছে, তারচেয়ে প্রায় পাঁচ গুণ প্রতিষ্ঠানের দর কমেছে। লেনদেন হয়েছে ২৯৪ কোটি টাকার কিছু বেশি। দর বেড়েছে মাত্র ১৬ শতাংশ কোম্পানির। দরপতন হয় ৭২ শতাংশের।
সবগুলো খাতেই বড় দরপতন হয়। ব্যাংক খাতে সাড়ে ৫১ কোটি টাকা লেনদেন হয়। খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করে। খাদ্য খাতে ৩২ কোটি ৭২ লাখ টাকা এবং মিউচুয়াল ফান্ড খাতে ৩১ কোটি টাকা লেনদেন হয়।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৯ পয়েন্ট, ডিএসই শরীয়াহ সূচক কমে ১০ দশমিক ৩৫ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক কমেছে ৭ দশমিক ৬০ পয়েন্ট।
প্রায় ১৬ কোটি টাকা লেনদেন হয়ে বিচ হ্যাচারি লেনদেনের শীর্ষে উঠে আসে। দরপতন হয় আড়াই টাকা। এনআরবি ব্যাংকের প্রায় ১২ কোটি টাকা লেনদেন হয়। দর কমেছে ৯০ পয়সা। মাগুরা কমপ্লেক্সের ১২ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা।
দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মাগুরা কমপ্লেক্স। দরপতনে ছিল এনআরবি ব্যাংক, তিতাস গ্যাস, বিডি ওয়েল্ডিং।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে(সিএসই) সিএসসিএক্স সূচক ৩৯ পয়েন্ট, সিএএসপিআই সূচক কমেছে ৭১ পয়েন্ট। লেনদেন হয় ১১ কোটি ২২ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে সাড়ে তিন কোটি টাকা।
লেনদেনের শীর্ষে ছিল ক্রাউন সিমেন্ট, খান ব্রাদার্স পিপি, লোভেলো আইসক্রিম। দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে সোনালি লাইফ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ও আরামিট সিমেন্ট। দরপতনে ছিল কেডিএস অ্যাক্সেসরিজ, এইচআরটেক্স, এনআরবি ব্যাংক।
Comments