ইবি শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে দোকানদারের কাছে চাঁদা দাবির অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ক্ষুদ্র দোকানদারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই নেতা হচ্ছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস মাহমুদ এবং ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন।
আজ শনিবার এ ঘটনায় ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত দুজনের শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
লিখিত অভিযোগে বলা হয়, আমি আব্দুল আহাদ, আম বাগান সংলগ্ন চায়ের দোকানদার। কয়েকদিন আগে ছাত্রদলের কর্মী উল্লাস আমাকে দোকান বন্ধ করার কথা জানায়। দোকান বন্ধ না করা হলে আজ শনিবার দুপুরে সাব্বির নামের একজনকে সাথে নিয়ে আমার দোকানে আসে এবং তাদের কথামত দোকান বন্ধ না করায় চাঁদা দাবি করে। যদি চাঁদা না দিই, পরবর্তীতে আমাকে দেখে নিবে বলে হুমকি দেয়।
জানা যায়, রবীন্দ্র নজরুল কলা ভবনের বিপরীত পাশে একটি ছোট দোকান চালান আব্দুল আহাদ। ঈদের আগে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় তার দোকানের বেশিরভাগ মাল নষ্ট হয়ে যায়, এজন্য পরবর্তীতে তিনি আর দোকান চালু করতে পারেননি। এরপর অভিযুক্ত ছাত্রদল নেতা উল্লাস তাকে দেখা করতে বলে এবং দোকান না করলে দোকান ছেড়ে দিতে বলে। দোকান ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে ছাত্রদল নেতা উল্লাস তাকে বড় ভাইয়ের জন্য কিছু টাকা দিতে বলে।
অভিযোগের ব্যাপারে ইবি ছাত্রদলের কর্মী ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস মাহমুদ বলেন, ''তার কাছে টাকা চাওয়ার ব্যাপারে আমি কোনোভাবেই জড়িত না, তাকে আমি চিনিও না। সে যদি সরাসরি প্রমাণ দিতে পারে যে আমি তার দোকানে গিয়েছি, তাহলে সে যা বলবে আমি মাথা পেতে নেবো।''
ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন বলেন, ''এটি সম্পূর্ণ একটা মিথ্যাচার ছড়ানো হচ্ছে। আমি আজ সকালে ক্যাম্পাসে গিয়েছিলাম, তারপর আমি আমাদের সভাপতির সাথে দেখা করে ঝিনাইদহে চলে আসছি দুপুরে।''
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ''এই ঘটনার ব্যাপারে আগে-পরে কিছুই জানি না আমি। যদি তদন্ত সাপেক্ষে অভিযুক্ত দুজনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনিক ব্যবস্থার সুপারিশ করা হবে।''
Comments