অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ চালালো তিতাস গ্যাস

দেশের বিভিন্ন স্থানে গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস।
মঙ্গলবার (১৩ মে) তিতাসের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-রূপগঞ্জ, জোবিঅ-আড়াইহাজার আওতাধীন বাজবি, তিনগাও, দুপ্তারা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে মোট ৫টি স্পটে আনুমানিক ৫ কিলোমিটার এলাকার ৯০০ বাড়ির প্রায় এক হাজার ২০০ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৭০০ ফুট লাইন পাইপ অপসারণ করে জব্দ করা হয়েছে। অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎস থেকে কিলিং করা হয়েছে।
এছাড়া, বাইপাস লাইনের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় নারায়ণগঞ্জের মেসার্স ভয়েজার কম্পোজিটের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
একই দিনে, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ-সাভারের আওতাধীন দক্ষিণ রামচন্দ্রপুর, রাজফুলবাড়ীয়া, কর্ণপাড়া, উলাইল এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে সাভারের দুটি অবৈধ শিল্প সংযোগ একতা ওয়াশিং প্ল্যান্ট ও মেসার্স ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে ২২ লাখ ৬৭ হাজার ৮০০ টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে। এ সময় ৫০ ফুট লাইন পাইপ অপসারণ করে জব্দ করা হয়েছে।
এছাড়া, বিশেষ অভিযানে বকেয়ার জন্য পাঁচটি আবাসিকের আটটি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
Comments