মধ্যপ্রাচ্যে সফরের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন দেশে গুরুত্বপূর্ণ সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার (১৩ মে) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ট্রাম্পকে স্বাগত জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদির রাজধানী রিয়াদের ওই বিমানবন্দরে দু'দেশের প্রধানদের মধ্যে প্রথম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আরব নিউজের খবরে বলা হয়, এই সফরকে একটি "ঐতিহাসিক" সফর বলে অভিহিত করছেন অনেকে। কারণ গাজা নিয়ে জরুরি কূটনীতির সাথে বিশাল ব্যবসায়িক চুক্তির মিশ্রণ ঘটবে ট্রাম্পের এই সফরে।
সফরের অংশ হিসেবে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও যাবেন তিনি। সফরের মূল উদ্দেশ্য ওই তিন দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা।
দ্বিতীয় মেয়াদে এটাই ট্রাম্পের প্রথম বড় আকারের বিদেশ সফর। হোয়াইট হাউস বলছে, এটা মধ্যপ্রাচ্যে ট্রাম্পের 'ঐতিহাসিক প্রত্যাবর্তন' এবং প্রেসিডেন্ট নিজে এই সফরের জন্য মুখিয়ে আছেন।
আট বছর আগেও প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি একটি উজ্জ্বল গোলক হাতে নিয়ে ছবি তুলে এবং 'তলোয়ার নাচে' অংশ নিয়ে পত্রিকার শিরোনাম হন। আধুনিক যুগে মার্কিন প্রেসিডেন্টদের প্রথাগত প্রথম সফরের গন্তব্য হলো মেক্সিকো, কানাডা বা যুক্তরাজ্য। ট্রাম্প সেই প্রথা ভেঙেছেন।
প্রথা ভেঙে মধ্যপ্রাচ্যে গিয়ে ট্রাম্প বর্তমান সময়ে ওই দেশগুলোর ক্রমবর্ধমান ভূরাজনৈতিক গুরুত্বকে স্বীকার করে নিয়েছেন—এমনটাই বলছেন বিশ্লেষকরা।এই সফরের মূল লক্ষ্য ধনী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি সই করা।
Comments