কোহলি শচীনের বিদায়ের দিনে যে উপহার দিতে চেয়েছিলেন

রোহিত শর্মা কয়েক দিন আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন । অধিনায়কের বিদায়ের ধাক্কা সামলে না উঠতে ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় নক্ষত্রের পতন হলো আজ। টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে অবশ্য আগেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। বোর্ড তাকে খেলা চালিয়ে যেতে অনুরোধ জানিয়েছিল। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকলেন আধুনিক ক্রিকেটের এই গ্রেট।
লাল বলের ক্রিকেট থেকে ৩৬ বছর বয়সী কোহলির আকস্মিক বিদায়ের সিদ্ধান্তে বিস্ময়ে বিমূঢ় ক্রিকেটবিশ্ব। সমর্থকদের হৃদয় ভেঙে গেছে প্রিয় তারকার বিদায়ের সিদ্ধান্তে। সাবেক ক্রিকেটাররাও তার সিদ্ধান্তের জন্য শুভকামনা জানাচ্ছেন।
সোমবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বিরাট কোহলি। ১০ হাজার রান থেকে মাত্র ৭৭০ রান দূরে থাকতে থামলেন তিনি। ২০১১ সালে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেকের পর ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন তিনি। ৩০টি সেঞ্চুরির পাশাপাশি ৩১টি হাফ সেঞ্চুরিও হাঁকিয়েছেন কোহলি।
ভারতের ক্রিকেটে কোহলিকে যার উত্তরসূরি ভাবা হয়, সেই শচীন টেন্ডুলকারও আবেগতাড়িত তার এই সিদ্ধান্তে। টেস্ট ক্রিকেট থেকে কোহলির বিদায়ের দিনে স্মৃতিচারণ করছেন এই ফরম্যাটের ক্রিকেট থেকে নিজের বিদায়ের দিনের স্মৃতির। তাতেই জানা গেছে শচীনের বিদায়ের ক্ষণে কোহলির এক আবেগঘন ঘটনার কথা।
এক্সে দীর্ঘ এক পোস্টে শচীন জানিয়েছেন সেই ঘটনা, 'তুমি যখন টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছো, তখন আমার মনে পড়ে যাচ্ছে ১২ বছর আগে আমার বিদায়ের মুহূর্তটা–আমার শেষ টেস্টের সময় তুমি অসাধারণ এক প্রস্তাব দিয়েছিলে। তোমার পরলোকগত বাবার ব্যবহৃত এক টুকরো পবিত্র সুতার টুকরা আমাকে উপহার দিতে চেয়েছিলে। ওটা একান্ত ব্যক্তিগত হওয়ায় আমি নিতে পারিনি। কিন্তু তোমার সেই ভাবনা, সেই আন্তরিকতা আমার হৃদয়ে এখনও অমলিন।'
বিদায়ের দিনে শচীনের থেকে কোহলি পেলেন শ্রদ্ধা ও শুভকামনা, 'আমার পক্ষ থেকে তোমাকে দেবার মতো কিছু নেই, কিন্তু জেনে রেখো, তোমার প্রতি গভীর শ্রদ্ধা আর অন্তরের শুভকামনা সবসময়ই থাকবে।'
'বিরাট, তোমার সত্যিকারের উত্তরাধিকার এটাই, তুমি অগণিত তরুণকে অনুপ্রাণিত করেছ ক্রিকেটের ব্যাট হাতে নিতে। তোমার টেস্ট ক্যারিয়ারটা অসাধারণ। তুমি শুধু রানই করোনি, ভারতকে দিয়েছ নতুন একটা প্রজন্ম, যারা খেলাটাকে ভালোবাসে, বাঁচে আর এগিয়ে নিয়ে যায়। একটা অসাধারণ টেস্ট ক্যারিয়ারের জন্য অভিনন্দন।'–শচীন যোগ করেন।
Comments