রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো

কথা ছিল নতুন মৌসুম থেকেই রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখা যাবে তাঁকে। কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছিল। তবে সেই প্রত্যাশাকে কিছুটা ছাপিয়ে নাটকীয়তা এনেছে রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমের আগেই আসন্ন ক্লাব বিশ্বকাপ থেকেই লস ব্লাঙ্কোসদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন স্প্যানিশ কিংবদন্তি জাবি আলোনসো।
ফুটবল দলবদলের বাজারের অন্যতম নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তাঁর বিখ্যাত 'হিয়ার উই গো' টুইটের মাধ্যমে আলোনসোর রিয়ালে ফেরার খবরটি নিশ্চিত করেছেন। মাদ্রিদভিত্তিক বেশ কিছু সংবাদমাধ্যমও এই তথ্য সমর্থন করেছে। জানা গেছে,সাবেক এই মিডফিল্ডারকে তিন বছরের জন্য দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ।
আসন্ন মৌসুমকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ বেশ ব্যস্ত সময় পার করছে। লিভারপুল থেকে ইংলিশ রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে দলে টানার পর জাবি আলোনসো হলেন তাদের দ্বিতীয় বড় সংযোজন। আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ হবেন এমন গুঞ্জন অনেক আগে থেকেই ছিল এবং সেটা একপ্রকার নিশ্চিতই ধরা হচ্ছিল। তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ক্লাব বিশ্বকাপের আগেই তাঁকে পাওয়া যাবে কিনা। এর আগে মাদ্রিদের বাতাসে শোনা যাচ্ছিল, ক্লাব বিশ্বকাপের জন্য অন্তর্বর্তী কোচের ওপর আস্থা রাখা হতে পারে, এমনকি বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকেও এই টুর্নামেন্টের জন্য ধরে রাখার চেষ্টা হতে পারে।
তবে শেষ পর্যন্ত কোনো গুঞ্জনই সত্যি হলো না। রিয়াল মাদ্রিদ দ্রুতই তাদের দীর্ঘদিনের কোচ কার্লো আনচেলত্তিকে বিদায় জানিয়ে জাবি আলোনসোকে স্বাগত জানাচ্ছে। আলোনসোর সহকারী কোচিং স্টাফ কারা হবেন এবং তাঁর চুক্তির আর্থিক দিকগুলো কেমন, তার সবকিছুই চূড়ান্ত হয়ে আছে। এখন কেবল ঘরের ছেলেকে নতুন ভূমিকায় বরণ করে নেওয়ার অপেক্ষা।
খেলোয়াড়ি জীবনে রিয়াল সোসিয়েদাদ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মতো বিশ্বখ্যাত ক্লাবে খেলেছেন জাবি আলোনসো। কোচিং ক্যারিয়ারের শুরুতেই জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের হয়ে তিনি অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন। গত মৌসুমে তাঁর অধীনে লেভারকুসেন বুন্দেসলিগা এবং ডিএফবি পোকাল শিরোপা জিতেছে পুরো মৌসুম অপরাজিত থেকে। তবে ইউরোপা লিগের ফাইনালে তাদের পরাজয় বরণ করতে হয়। লেভারকুসেনে আড়াই বছরের অবিশ্বাস্য যাত্রার ইতি তিনি ঘটিয়েছেন চলতি সপ্তাহেই, আর ঠিক তারপরেই রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর চুক্তি সম্পন্ন হয়েছে।
Comments