বগুড়ায় উদ্বোধন করা হলো আইফার্মারের কৃষি কার্ডের

দেশের কৃষি খাতে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করল কৃষি ও অর্থপ্রযুক্তি ভিত্তিক স্টার্টআপ আইফার্মার। বগুড়ার শাজাহানপুর ও সোনাতলা উপজেলায় অবস্থিত আইফার্মার সেন্টারে সোমবার শুরু হওয়া দুইদিনব্যাপী এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে 'আইফার্মার কৃষি কার্ড' বিতরণ করা হয়।
এই কার্ডের মাধ্যমে কৃষকরা এক পরিচয়েই একাধিক সেবা পাবেন—যেমন চাষের জন্য প্রয়োজনীয় বীজ, অনুখাদ্য ও অন্যান্য উপকরণের জন্য আর্থিক সহায়তা, কৃষি পরামর্শ ও তথ্যসেবা, বীমা সেবা, তথ্য যাচাই ও রেকর্ড সংরক্ষণের সুবিধা এবং বিভিন্ন সেবায় বিশেষ ছাড়।
প্রথম ধাপে বগুড়ার শাজাহানপুর ও সোনাতলা উপজেলায় মোট ১১০ জন কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। প্রতিটি কার্ডে একজন কৃষকের জন্য নির্দিষ্ট একটি ইউনিক আইডি থাকবে, যা প্রতিটি সেবার ক্ষেত্রে তার তথ্য যাচাই এবং সংরক্ষণের কাজ করবে। ফলে কৃষকদের জন্য সেবা পাওয়া আরও দ্রুত, সহজ এবং নিরাপদ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই ফার্মারের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোঃ মুহাইমিনুল হোসেন। তিনি উপস্থিত কৃষকদের হাতে 'আইফার্মার কৃষি কার্ড' হস্তান্তর করেন। তিনি বলেন, 'আইফার্মার কৃষি কার্ড'-এর মাধ্যমে আমরা কৃষকদের জন্য কৃষি সেবা গ্রহণকে আরও সহজ, ডিজিটাল ও সাশ্রয়ী করতে চাই। প্রাথমিকভাবে বগুড়ায় 'আইফার্মার কৃষি কার্ড' প্রদান হলেও, শীঘ্রই আমরা বাকি জেলায় কৃষকের কাছে এই সেবা পোঁছে দিবো।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইফার্মারের পক্ষ থেকে রাকিব হাসান ফাহিম (সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার), মোঃ আবু সায়েদ (ন্যাশনাল অপারেশনস ম্যানেজার), মাহমুদুল হাসান নাবিল (ডিজিএম - এগ্রি ইনপুট), এবং মিজানুর রহমান প্রধান (রিজিওনাল ম্যানেজার)। বিজ্ঞপ্তি
Comments