ময়মনসিংহে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ মামলায় দুইজন গ্রেফতার

ময়মনসিংহে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধীকে গণধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (০৫ মে) দুপুরে র্যাবের মিডিয়া অফিসার নাজমুল ইসলাম জানান, ৫ মার্চ ধোবাউড়ায় ১৩ বছরের বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ১০০টাকার লোভ দেখিয়ে ধর্ঘণ করে নজরুল, গনি ও তার সঙ্গীরা। বাড়ি না ফেরায় শিশুটিকে খুজতে তার মা ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীরা দৌড়ে পালিয়ে যায়।
পরে শিশুর কাছ থেকে ঘটানা জেনে তার বাবা ধোবাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। সোমবার (০৫ মে) ভোরে হালুয়াঘাটের আতুয়া জঙ্গল থেকে নজরুল ও ভুবনকুড়া থেকে গনি মিয়াকে গ্রেফতার করা হয়। অন্য আসামীদের ধরতে অভিযান চলছে বলেও জানায় র্যাবের এই কর্মকর্তা।
Comments