বাতিল হলো লঙ্কান লিগে তাসকিন ও হৃদয়ের দলের চুক্তি

আগামী জুলাই-আগস্টে মাঠে গড়ানোর কথা লঙ্কান প্রিমিয়ার লিগ। ইতোমধ্যে দলগুলো নিয়ে পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেই পরিকল্পনায় কপাল পুড়লো দুই ফ্র্যাঞ্চাইজির। লিগ থেকে বিলুপ্ত হলো তাসকিন ও তাওহীদ হৃদয়ের দল।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, লঙ্কান প্রিমিয়ার লিগের দুই দল কলম্বো স্ট্রাইকার্স ও জাফনা কিংসের চুক্তি বাতিল করেছে আয়োজক কমিটি। গেল আসরে কলম্বোর হয়ে খেলেছেন তাসকিন আহমেদ। আর লঙ্কান প্রিমিয়ার লিগে হৃদয়ের অভিষেক ছিল জাফনা কিংসের হয়ে।
লঙ্কা প্রিমিয়ার লিগে এমন ধারা অবশ্য নতুন নয়। এই লিগের পঞ্চম আসর মাঠে গড়ানোর আর বেশি সময় নেই। তবে বর্তমানে কোনো দলেরই প্রাথমিক মালিকানা আর যুক্ত নেই। পাঁচ ফ্র্যাঞ্চাইজির কেউই এই লিগে ৩ মৌসুমের বেশি সময় টিকতে পারেনি।
এক্ষেত্রে জাফনা কিংস একটু ব্যতিক্রম। এই লিগে তারা সবচেয়ে দীর্ঘস্থায়ী দল। দ্বিতীয় মৌসুম থেকে চতুর্থ মৌসুম পর্যন্ত তারা লিগের অংশ ছিল। এছাড়া এলপিএলের ইতিহাসে অন্যতম সফল দলও তারা। এখন পর্যন্ত চার আসরে তিনবার শিরোপা জিতেছে জাফনা।
অন্যদিকে এলপিএলের পঞ্চম আসরে এসে চতুর্থবারের মতো মালিক পরিবর্তন করতে যাচ্ছে। এর আগে 'কলম্বো কিংস' এবং 'কলম্বো স্টারস' নামে তারা এলপিএলে অংশ নিয়েছিল। এছাড়া গল মার্ভেলস, ডাম্বুলা সিক্সার্স এবং ক্যান্ডি ফ্যালকনস- এই তিনটি দলের বর্তমান মালিকরা ২০২৪ সালে নতুন করে যুক্ত হয়েছিলেন।
জাফনা কিংস ও কলম্বো কলম্বো স্ট্রাইকার্সে চুক্তি বাতিলের ব্যাখ্যা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তারা জানিয়েছে, 'চুক্তিগত দায়বদ্ধতা পূরণে ব্যর্থতার কারণে এই দুই দলের মালিকানা বাতিল করা হয়েছে। তবে তারা ব্যর্থতার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেনি।'
উল্লেখ্য, সবশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশের ৪ জন ক্রিকেটার খেলেছিলেন ভিন্ন তিন দলের হয়ে। তাওহীদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান ছিলেন ডাম্বুলা সিক্সার্সে। কলম্বোর হয়ে খেলেছেন তাসকিন আহমেদ। আর ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলেছিলেন শরিফুল ইসলাম। তবে এবারের আসরের ড্রাফট কিংবা টুর্নামেন্ট শুরুর কোনো তারিখ ঘোষণা দেয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড।
Comments