কলাপাড়ায় পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিবাগান বিষয়ক প্রশিক্ষণ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খরিপ মৌসুমে অনাবাদি পতিত ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় আধুনিক ও উন্নত কলাকৌশলী বিষয়ক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার ২৯ জুলাই বেলা ১১ টায় কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি অফিসার মো. আরাফাত হোসেন এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।

কলপাড়া উপজেলা কৃষি অফিসার মো. আরাফাত হোসেন, বলেন বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক ও কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন প্রশিক্ষণ শেষে সকলকে ফলের চারা ও সবজির বীজ বিতরণ করা হবে।
Comments