কাশ্মীরের ঘটনায় সালমানের বড় সিদ্ধান্ত

অন্যসব তারকাদের মতো বলিউড অভিনেতা সালমান খানও বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। সেখানেই এবার বড়সড় একটি ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ৪ ও ৫ মে ইংল্যান্ডে 'দ্য বলিউড বিগ ওয়ান' শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই শো ক্যানসেল ঘোষণা করেছেন ভাইজান।
সালমান খানের এমন ঘোষণার পেছনের কারণ কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২২ এপ্রিল কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনায় উত্তপ্ত ভারত।
সাধারণ মানুষের মতো দেশটির তারকারাও ক্ষোভ প্রকাশ করছেন। এরইমধ্যে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের মতো তারকারা কনসার্ট বাতিল করেছেন। এবার যুক্তরাজ্য সফর বাতিল করলেন সালমান খান।
'দ্য বলিউড বিগ ওয়ান' শোয়ে বলিউড তারকা বরুণ ধাওয়ান ও কৃতি শ্যাননের পারফর্ম করার কথা ছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরে প্রস্তুতিও চলছিল। কিন্তু হঠাৎ কাশ্মীরে ভয়াবহ হামলা হওয়ায় আপাতত সব স্থগিত রেখেছেন বলিউড ভাইজান।
সোমবার (২৮ এপ্রিল) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে শো বাতিলের কথা জানিয়ে লিখেছেন, 'কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তা দেখার পর আমার ভাষা হারিয়ে গেছে। আমরা "দ্য বলিউড বিগ ওয়ান ট্যুর" বাতিল করছি। আগামী ৪ ও ৫ মে লন্ডনের ম্যানচেস্টারে ট্যুর হওয়ার কথা ছিল। আমি জানি, দীর্ঘদিন ধরে অনুরাগীরা অপেক্ষায় ছিলেন।'
এ অভিনেতা আরও লিখেছেন, 'বর্তমান পরিস্থিতিতে আমরা কিছুই করছি না। শুধুই দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে এই শো হবে। আর কবে হবে, সেই তারিখও আপনাদের জানিয়ে দেয়া হবে সঠিক সময়ে।'
Comments